Event Details

Start
21 Feb, 2024
End
21 Feb, 2024

Location

Venue
Address
A/2, Jahurul Islam Avenue Jahurul Islam City, Aftabnagar Dhaka-1212, Bangladesh
Phone
+880 2 55046678
+880 9666775577
+880 1755587224
Email
info@ewubd.edu

Event Description

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, শহীদদের স্মৃতিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ক্লাব কর্তৃক সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত আয়োজিত হয়েছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ আয়োজন, “একুশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৪”। শিশুদের জন্য আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি উদ্বোধন করেন - অধ্যাপক ড. শামস রহমান, উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নাহিদ হাসান খান, প্রধান, ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক 
ফারজানা শারমিন পামেলা ইসলাম, সহকারী প্রক্টর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। 
তাছাড়াও অনুষ্ঠান পরিদর্শনে এসেছিলেন এয়ার ক্যাডেট (রিটায়ার্ড) ইশফাক ইলাহী চৌধুরী, কোষাধ্যক্ষ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ক্লাবটির প্রাক্তন সদস্যগণ এবং অনুষ্ঠানজুড়ে উপস্থিত ছিলেন সোশ্যাল রিলেশন বিভাগের প্রভাষক নিশাত আঞ্জুম বিনি, মডারেটর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ক্লাব। 
প্রতিযোগিতাটি দুটি অংশে অনুষ্ঠিত হয়েছিল। 
প্রথম অংশে - ২৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। এ অংশে আমাদের সাহায্যের জন্য ছিলেন স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ২৫ জন শিক্ষক -শিক্ষিকা। 
দ্বিতীয় অংশে-২৫ জন সুবিধাবঞ্চিত শিশু। এ অংশের শুরুতে শিশুরা কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেছিল।
এছাড়াও, দুটি অংশেই  বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন-বিনি ম্যাম। বিজয়ীদের পুরস্কার প্রদান ছাড়াও সব শিশুদের মেধাকে সম্মাননা জানাতে তাদের জন্য পুরস্কার ও খাবারের ব্যবস্থা করা হয়েছিল। পরিশেষে, পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের নিবেদিত ক্লাবের সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করেছেন।