Free Workshop on Print Material and Landing Page Design
10 Dec, 2022
প্রথমবারের মতো শিখবে সবাই যাচ্ছে “ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র তাদের শিক্ষার্থীদের জন্য। অংশ নিবে ২ দিন ব্যাপী “ফ্রি ওয়ার্কশপ অন প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন এবং ল্যান্ডিং পেইজ ডিজাইন” এ। শিক্ষার্থীদের সাথে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইনের বর্তমান এবং ভবিষ্যত চাহিদা এবং প্রয়োজনীয়তার পাশাপাশি প্র্যাকটিকাল নলেজ শেয়ার করবেন শিখবে সবাই এর প্রফেশনাল মেন্টরগন।
গ্রাফিক ডিজাইনের অন্যতম একটি অংশ হচ্ছে “প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন” যার মধ্যে বিজনেস কার্ড, পোস্টার, ব্যানার, ফ্লায়ার, ব্রোশিউর, প্রেজেন্টেশন পেপার, একাডেমিক পেপার ডিজাইন, র্যাক কার্ড, এক্স ব্যানার সহ নানা রকম বিষয় জড়িত। কথা হচ্ছে এই বিষয়গুলো কি শুধু ফ্রিল্যান্সিং করার জন্যই প্রয়োজন? এখন যেহেতু ডিজিটালাইজেশনের সময়, তাই সবকিছুই স্যোশাল মিডিয়া নির্ভর। যেকোনো একটি আপডেট জানাতে হলে বা পন্যের মার্কেটিং এর জন্য হলেও বিভিন্ন ডিজাইন প্রয়োজন। অফিসে প্রেজেন্টেশন দিতে যাবেন, সুন্দর ডিজাইনের একটি প্রেজেন্টেশন স্লাইড হলে কার কাছে না ভালো লাগে। এইসব কিছুর যাই করতে যান না কেনো, গ্রাফিক ডিজাইন জানা প্রয়োজন। বিশেষ করে এডোব ইলাস্ট্রেটর এবং এডোব ফটোশপ এর কাজ জানা থাকলে আপনি খুব সহজেই এইসব ডিজাইন নিজের মতো করে নিতে পারবেন।
অনেক সময় একটি ওয়েব সাইটে প্রবেশের সময় সাইন আপ করতে হয়, আবার কখনো পন্যের ডিসকাউন্ট অফার চলাকালীন সময়ে ওয়েবসাইটে ঢুকলে “পন্য কিনতে আগ্রহী কিনা জানতে চেয়ে একটি ফর্ম পূরণ করতে দেয়, এগুলোই মূলত ল্যান্ডিং পেইজ। এর মূল উদ্দেশ্য হচ্ছে লিড জেনারেট করা একজন ভিজিটরকে কনভার্সন করে কাস্টমারে পরিনত করা।
প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন ওয়ার্কশপটির সময়সূচীঃ
▲ টপিকঃ বিজনেস কার্ড ডিজাইন
▲ সময়ঃ ৪ টা - ৬ টা, বুধবার
▲ তারিখঃ ২২ এবং ২৩ই জানুয়ারি, ২০২০
▲ স্থানঃ এসই ল্যাব, ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
ল্যান্ডিং পেইজ ডিজাইন ওয়ার্কশপটির সময়সুচিঃ
▲ টপিকঃ ল্যান্ডিং পেইজ ডিজাইন
▲ সময়ঃ ৫ টা - ৭ টা, বুধবার
▲ তারিখঃ ২২ই জানুয়ারি, ২০২০
এবং
▲ সময়ঃ ৪ টা - ৬ টা, বৃহস্পতিবার
▲ তারিখঃ ২৩ই জানুয়ারি, ২০২০
▲ স্থানঃ ল্যাব ৫৩০, ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
এই ফ্রি ওয়ার্কশপে অংশগ্রহন করলে আপনি পাবেন শিখবে সবাই এর পক্ষ থেকে একটি সার্টিফিকেট…
সাইন-আপ করার জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংকে - http://bit.ly/2tof7Ms
------------------------------------------------------------
শিখবে সবাই পেইজঃ https://web.facebook.com/ShikhbeShobai/
শিখবে সবাই ফ্রিল্যান্সারস কমিউনিটিঃ https://web.facebook.com/groups/shikhbeshobai/
ওয়েবসাইটঃ http://shikhbeshobai.com/